খােলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৭: সাভারে নাজমুল রহমান বাপ্পী নামের (২৭) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সাভার পৌর এলাকার বনপুকুর এলাকার জনৈক সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ভোর রাতে নিজ ভাড়া ঘরের একটি কক্ষে মোবাইল কোম্পানী সাভার মাইক্রো ম্যাক্স কেয়ারের ইনচার্য নাজমুল রহমান বাপ্পীর সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই সুজন বিশ্বাস। নিহত ওই যুবক গাইবান্দা জেলার কালীবাজার থানার মিংরিয়াল গ্রামের আব্দুর রহমানের ছেলে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।