খােলা বাজার২৪,শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার ভাই কিম জঙ-ন্যামের শরীরে পাওয়া ক্যামিকেল পরীক্ষা করে জানা গেছে এটি ‘ভিএক্স নার্ভ এজেন্ট’। মালয়েশিয়ান পুলিশ জানায়, দুই নারী তার মুখে বিষাক্ত কিছু দিয়ে চেপে ধরেছিল। আর সেই ক্যামিকেল পরীক্ষা করে আমরা জানতে পারি, এটি ছিল ‘ভিএক্স নার্ভ এজেন্ট’।
‘ভিএক্স নার্ভ এজেন্ট’ জাতিসংঘের তালিকাভুক্ত নিষিদ্ধ অস্ত্র। এই ক্যামিকেল শুধু মাত্র নেমের মুখে পাওয়া গেছে।
এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি উত্তর কোরিয়ান সরকারকে দায়ী করেনি মালয়েশিয়া, কিন্তু এই হত্যাকাণ্ডের সঙ্গে উত্তর কোরিয়ার নাগরিক জড়িত বলে নিশ্চিত করেছে তারা।
পুলিশ জানিয়েছে, এই বিষাক্ত বস্তুটি ন্যামের চোখে ও মুখে বেশি পরিমাণে ছিল।
কিম জঙ-ন্যামের মৃতদেহ এখনো হাসপাতালে রাখা হয়েছে।
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে মাকাওয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন ন্যাম। এ সময় তার ওপর হামলা হলে বিমানবন্দর নিরাপত্তা বিভাগের সাহায্য চান তিনি। কিন্তু বিমানবন্দর থেকে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। বিবিসি।