Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪,শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: 14বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. ইয়াফেস ওসমানের উপস্থিতিতে বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা বেষ্টনীর সীমানা নির্ধারিত হয়েছে। সীমানা নির্ধারণের এই কাজে এলাকার জনগণের ত্যাগী মনোভাবের জন্য মন্ত্রী ড. ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ হতে এলাকাবাসীদের অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন জনগণের মাঝে যে সঞ্চারিত হয়েছে আজ তার প্রমাণ হাতে-নাতে পেলাম।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দকৃত ও অনুমোদনকৃত এসব খাস জমি প্রকল্পের আওতায় এনে নিরাপত্তা বেষ্টনীর কাজ অতি দ্রুত শুরু হবে বলে জানা গেছে। আর প্রকল্পের স্বার্থে নিরাপত্তা বেষ্টনী অতীব জরুরী বলে প্রকল্প পরিচালক ড. শওকত আকবর জানিয়েছেন। দীর্ঘদিন ধরে এসব খাস জমিতে এলাকার মানুষ চাষাবাদ করছিলেন। পাকশী ইউনিয়নের চেয়ারম্যান এনামূল হক বিশ্বাস জানান, যেসব জমি নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হল সেসব জমিতে ফসল রয়েছে।

প্রকল্প পরিচালক এজন্য ক্ষতিপূরণের আশ্বাস দিলে আমরা সকল জনপ্রতিনিধি এবং ওইসব জমির কৃষক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে সীমানা নির্ধারণ করে দিয়েছি। এসময় পাবনা জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মণ্ডল, শ্রমিক নেতা মো: রশীদুল্লাহ, লক্ষীকুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফসহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলে জানালেন প্রকল্প পরিচালক ড. শওকত আকবর। তিনি জানান, প্রস্তুতিমূলক নির্মাণ কাজ শেষ পর্যায়ে। রিঅ্যাক্টর বসানোর অর্থাৎ মূল কেন্দ্রের ভূমি উন্নয়নের কাজ চলমান। গত ২০শে ফেব্র“য়ারী হতে রাশিয়াদের পাশাপাশি দেশী ও বিদেশী বিশেষজ্ঞ সম্মিলিতভাবে মূল কাজের গুণগতমান পর্যবেক্ষণ করছেন। ৫ই মার্চ পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে। এই কাজে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জার্মানি বিশেষজ্ঞ, ভারতীয় বিশেষজ্ঞসহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর প্রকল্পের বিশেষজ্ঞ ও একাধিক পরিচালক দিন-রাত রাশিয়ান বিশেষজ্ঞদের সাথে নিরলসভাবে কাজ করছেন বলে তিনি জানান।
জার্মান বিশেষজ্ঞ প্রকৌশলী ড. শহীদ হোসেন জানান, আন্তর্জাতিক গুণগত মান বজায় রেখেই রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। একই অভিমত প্রকাশ করেছেন আরেক জার্মানি পাওয়ার প্লান্ট নির্মাণ বিশেষজ্ঞ আব্দুল হালিম ভূইয়া, ভারতীয় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস কে শর্মা ও আর আর কামাথ।
মন্ত্রী ড. ইয়াফেস ওসমান গত তিন দিন ধরে প্রকল্প এলাকায় অবস্থান করে কাজের সার্বিক অগ্রগতি তদারকি করেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বর্তমান প্রকৌশলী ড. মঞ্জুরুল হক, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মনিরুল ইসলাম, নিউক্লিয়ার পাওয়ার গ্রিড কোম্পানির উপদেষ্টা রবীন্দ্র নাথ সরকারসহ ঊর্ধ্বতন বিশেষজ্ঞ ও কর্মকর্তারা গত কয়েকদিন ধরে প্রকল্প এলাকায় অবস্থান করছেন। প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।