Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪,শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭:থাকবে শিশু সবার মাঝে ভাল,দেশদেশ সমাজ ও পরিবারে জ্বলবে আশার আলো এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে শিশুদের অধিকার সংরক্ষণ বিষয়ক দিনব্যাপী শিশু ফোরাম সমাবেশ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় সুনামগঞ্জ সদর এডিপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে দিনব্যাপী শিশু ফোরাম সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৩ শতাধিক শিশুর উপস্থিতি ঘটে। সদর এডিপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার বিভুদান বিশ্বাসের সভাপতিত্বে ও নাজমা আক্তার নিপা ও তানজিনা আক্তার মারুফার যৌথ সঞ্চালনায় শিশু ফোরাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,স্পন্সর ও শিশু নিরাপত্তা বিষয়ক অফিসার অপূর্ব চিসিম,জেলা এনসিটি এফ এর সভাপতি মমেন তালুকদার, সদর এডিপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার এলিও বিশ্বাস,প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ও শিশু একাডেমির বাদল চন্দ্র বর্মণ বলেন, বর্তমান সরকারের আমলে কোন শিশুকে আর অবহেলা অযতেœ রাখার সুযোগ নেই। তাই প্রতিটি বিদ্যালয়ে শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করে তাদের অধিকার সংরক্ষণসহ তাদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক অঙ্গণে মনোনিবেশ করার আহবান জানান। এই উপজেলার অবহেলিত শিশুদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণসহ তাদের লেখাপড়ায় সুযোগ সুবিধা প্রদানের জন্য তারা সুনামগঞ্জ সদর এডিপির কর্মকর্তাদের ধন্যবাদ জানান।