খােলা বাজার২৪, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন সংলগ্ন দেবীপুর মোড় নামক স্থানে রহমান গ্রুপের রহমান পটেটো কোল্ড ষ্টোরেজের শুভ উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। শুক্রবার সকালে উদ্বোধন উপলক্ষ্যে ষ্টোর চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচীব জাবেদ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার শওকাত আলী। রহমান পটেটো কোল্ড ষ্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক, রাজশাহী শাখার ব্যবস্থাপক রেজুয়ানুল, তানোর থানা অফিসার ইনচার্জ মীর্জা আব্দুস ছালাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর হায়দার রশিদ (ময়না), সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, তালন্দ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, তালন্দ ইউপি’র সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান প্রমূখ। এ সময় রহমান পরিবারের সদস্য সহ চাইনিজ কোম্পানীর এমডি ও উপজেলার কয়েক হাজার কৃষক এবং আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অতীতে তানোরে কোন ধরণের শিল্প কলকারখানা ছিলনা, বর্তমানে শিল্প কারখানা হতে শুরু করেছে। এমনকি অনেক পুকুরও হয়েছে এটাকেও এক প্রকার শিল্প বলা যায়। গোদাগাড়ীতে ১৫০ বিঘা জমির উপরে হবে বিশাল কোম্পানী, সেখানে কয়েক হাজার লোকের হবে কর্মসংস্থান। তিনি রহমান গ্রুপকে আহ্বান জানান, তানোরে আরো বেশী বেশী শিল্প কারখানা গড়ে তুলে এলাকার বেকারত্ব দূর করার আহ্বান জানান। অতিরিক্ত সচিব তাঁর বক্তব্যে বলেন, আমার আগে ইউএনও সাহেব তাঁর বক্তব্যে বলেছেন, তানোরে মাদক একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এর প্রত্যুত্তরে সচিব বলেন, এলাকায় বেশী বেশী শিল্প কারখানা হলে বেকারত্ব দূর হবে, যুবকেরা বাঁচবে মাদকের ছোবল থেকে। প্রধান অতিথি সাংসদ দুপুরের পর পর তালন্দ ইউনিয়ন পরিষদে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।