খােলা বাজার২৪, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭: আশুলিয়ার জামগড়ায় অপহরণকারীদের সঙ্গে র্যাবের বন্দুক যুদ্ধে চার অপহরণকারী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবী করেছে র্যাব। এ ঘটনায় আরো দুই জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল এবং চার রাউন্ড গুলি।
এক অপহৃত ব্যক্তিকে উদ্ধারে শুক্রবার রাত ৮ টার দিকে জামগড়া এলাকার একটি বাড়িতে র্যাব-১০ এর একটি দল এই অভিযান চালালে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব জানিয়েছে, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে টঙ্গীর হার্ডু কর্পোরেশন নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত এক প্রকৌশলী অপরহরন করে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র। পরে তার পরিবারের কাছে বিপুল অংকের মুক্তিপন দাবী করে অপহরণকারীরা। রাতে তাকে উদ্ধারে অভিযান চালায় র্যাব-১০। অপহৃত প্রকৌশলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করার দাবী করেছে র্যাব।
র্যাব-১০ এর এডিশনাল এসপি ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অপহরণকারীদের হোতা মহসিন এবং তার দুই সহযোগীকে নিয়ে অভিযান অব্যহত রয়েছে।