খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: খালি পায়ে লাখো ভক্তদের ঢল । ঢাক বাদ্যযন্ত্র আর দোতরায় হরি সংগীত ( হিন্দু ধর্মীয় কির্তন)। শ্রদ্ধা ভক্তিতে মনের আশা পূরনের আশায় হাজার হাজার মানুষ স্থান নিয়েছে নীরাপদ গোসাই (নিরাপদ বিশ্বাস) এর বাড়িতে । ভক্তদের অনুদানে তিনদিনব্যাপী ধর্মীয় এ আয়োজনে আগত ভক্তদের পরিবেশন করা হচ্ছে প্রসাদ (খিচুড়ী)। সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে অন্যান্য ধর্মের লোক ও সমবেত হয় এই মেলায়।
বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের দীঘীর পাড় একটি প্রত্যন্ত এলাকা। দিঘীর পাড় থেকে আনুমানিক ২০০ গজ দক্ষিনে অবস্থিত শ্রী শ্রী নিরাপদ গোসাই এর সেবাশ্রম। ঠিক কবে থেকে এত আড়ম্বরপূর্নভাবে মতুয়া সম্প্রদায়ের (হিন্দু সম্প্রদায়) এই মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে তার সঠিক হিসাব জানা না থাকলেও লোকমুখে প্রচারের ভিত্তিতে জানা যায়,নিরাপদ গোসাই একজন আধ্যাত্মিক গুরু । এই স্থানে আসলে মানুষের বিভিন্ন বিপদ আপদ সহ অনেক কিছুর সমাধান মেলে এমন বিশ্বাসের ভিত্তিতে ধীরে ধীরে এই সেবাশ্রম তীর্থস্থানে রূপ নেয়। প্রতি বছর বাংলা পজ্ঞিকার ফাল্গুন মাসের ৯,১০,১১ তারিখ ৩ দিন ব্যাপী এই মেলায় আগমন ঘটে হাজার হাজার মানুষের। ধর্মীয় সংগীত, ভাব কির্তন আর পূন্যার্থীদের পদচারনায় মূখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। বাংলাদেশের বিভিন্ন জেলা সহ ভারত থেকেও অনেকে মেলায় অংশগ্রহন করতে আসেন।
সরজমিনে ঘুরে দেখা যায়, মেলা প্রাঙ্গনে পুরুষ-মহিলা সহ হাজার হাজার লোকের সমাগম । তিন দিন ব্যাপী এই মহোৎসবের প্রথম দিন ৯ ফাল্গুন ইংরেজী ২১ ফেব্রুয়ারী মঙ্গলবারই আগমন ঘটে কয়েক হাজার মানুষের,তার পর থেকে ভীড় আরও বেড়ে চলে। দিবারাত্র দর্শনার্থীদের প্রসাদ রান্না করা ও বিতরনের জন্য আছে কয়েকশত স্বেচ্চাসেবক-সেবিকা। নিরাপত্তার জন্য পুলিশ-আনসার সহ অনুর্ধ ৩০ সদস্য মোতায়েন করা হয়েছে। বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য আলহ্বাজ তালুকদার আঃ খালেক ওই এলাকা পরিদর্শন করে আয়োজক ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রশাসন সর্বদা তৎপর আছে। অনুষ্ঠানের মূল পর্ব গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শেষ হলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মেলায় লোকসমাগম ছিলো।