Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: যশোরের স্থলবন্দর বেনাপোল সীমান্তের শিকড়ী এলাকা থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ সিরাজুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সে শার্শা পান্তাপাড়া গ্রামের শওকত আলীর ছেলে। তার বিরদ্ধে অস্ত্র মাদক সহ বিভিন্ন সমাজ বিরোধী কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে জানায় পোর্ট থানা পুলিশ।

যশোর র‌্যাব ৬ ক্যাম্পের স্কোয়ার্ড লিডার,রাব্বি হাসান জানান,শনিবার সকালে যশোর র‌্যাব ৬ক্যাম্পের এ এসপি মো. খোদাদাদ হোসেন গোপন সংবাদে জানতে পারেন বেনাপোল সীমান্তের শিকড়ী এলাকায় অস্ত্র বেচাকেনা হচ্ছে। এসময় তারা শিকড়ী এলাকায় একটি বাড়ীতে অভিযান চালিয়ে সিরাজুলকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ০১টি লোহার তৈরী বিদেশী পিস্তল ও ম্যাগাজিন ০১টি কালো রংয়ের মোবাইল সেট। এসময় র‌্যাবের উপস্তিতি টের পেয়ে তার সহযোগিরা পালিয়ে যায়। আটক অস্ত্র ব্যাবসায়ি সিরাজুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, আটককৃত সিরাজুলকে আজ শনিবার দুুপুরে যশোর কোট হাজতে প্রেরণ করা হয়েছে।