খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি-সুস্থ সবল মেধাবী জাতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে প্রাণিসম্পদ সেবাসপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় হতে শোভাযাত্রাটি বের করা হয়। এতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন এলাকার খামারিরা অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য নাজমুল হক প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আজম, সিভিল সার্জন ডা. পিতাম্বর রায়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেবাশীষ দাস বক্তৃতা করেন। ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাণিসম্পদ সেবাসপ্তাহ চলবে বলে জানান আয়োজকরা।