খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট মাঠে আলোচনা সভা করে। সভায় ইউএনও সাদেকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গৌরাংগ কুমার তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা, প্রধান শিক্ষিকা ফেরদৌসি বেগম প্রমূখ। পরে সিংড়া দমদমা ও পেট্রোবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্র্থীদের মাঝে স্কুল ফিডিং বিতরণ করা হয়।