Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: 27চিরিরবন্দরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লার নেতৃত্বে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা করেছে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাশফাকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু ছাঈদ। এসময় উপজেলার সকল খামারী, পশু স্বাস্থ্য ঔষধ ব্যবসায়ী,ডেইরী ফার্ম মালিকসহ সংশ্লিষ্ট দপ্তরের ডাক্তার,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।