Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: 30নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘জামায়াত ইসলামকে বাংলাদেশের হাইকোর্ট ঘোষণা করেছে একটি সন্ত্রাসী দল। অপরদিকে কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিএনপি এখন সন্ত্রাসী দল, সেই প্রধান খালেদা জিয়া সেও এখন সন্ত্রাসী হিসেবে স্বীকৃতি পেয়েছে।’
শনিবার দুপুরে মাদারীপুর জেলার ডাসারের শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী একথা বলেন।
নৌমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি-জামায়াত সন্ত্রাসী ছিল। সন্ত্রাসী আছে ও তেমনি তারা সন্ত্রাসীই থাকবে বলেও আদালত ঘোষণা দিয়েছে। সন্ত্রাসী কারো গাঁয়ে লেখা থাকে না, কর্মকান্ডের মধ্যে দিয়েই প্রমান হয় সে সন্ত্রাসী। বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল এবং তাদের নেতা খালেদা জিয়া।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো কামাল উদ্দিন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সরকারি শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল মোর্শেদ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমাদাদুল হকসহ অন্যরা।