খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জে যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুন্সীগঞ্জ যক্ষা নিরোধ সমিতি আয়োজিত (নাটাব) এর মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলাউদ্দিন দেওয়ান। মুন্সীগঞ্জ নাটাবের সভাপতি শাহজালাল চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক অ্যাডভোকেট লাবলু মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক কমল চন্দ্র আইস, ইশবাল হোসেন, রুহুল আমিন, সৈবাল বসাক, কামরুন্নাহার, কামরুন্নেছা ও সাবেরা সুলতানা প্রমুখ।