খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জের চরকেরয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরা গ্রামের ঝন্টু দেওয়ান ও কামরুজ্জামানকে আটক করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ ও হয়রানি এবং নি:শর্ত মুক্তির দাবিতে বিশাল মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দক্ষিণ চরমশুরার আলিরটেক বাজারে এলাকায় শত শত নারী ও পুরুষেরা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন চরকেরয়ার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার মন্টু দেওয়ানের ভাই ঝন্টু দেওয়ান ও ভাতিজা কামরুজ্জামানকে কয়েকদিন আগে নারায়ণগঞ্জের ডিবি পুলিশ দিয়ে এলাকার জলদস্যু জয়নাল, নান্নু হাজী, রহিম মেম্বারও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বালুদস্যু আফসারউদ্দিন ভুইয়া গং আটক করিয়ে নিয়ে যায়। পরে নারায়নগঞ্জ জেলায় সংঘটিত ডাকাতির পেনডিং মামলা দিয়ে তাদের কারাগারে পাঠায়। এছাড়া ওই চক্রটি চলতি আলু মৌসুমে জমির আলু লুট করার প্রস্তুতি নিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।