খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি বসতঘর ভস্মিভুত হয়েছে। ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। শনিবার বিকাল ৫টায় খেড় দিয়ে রান্না করতে গিয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করছেন স্থানীয় লোকজন।
বসতঘরসহ ১৩ টি ঘরের মধ্যে (১) আনোয়ার সরদার, (২) মানিক সরদার, (৩) সৈয়দ আহম্মেদ হাওলাদার, (৪) জসিম হাওলাদার, (৫) মোহর চান হাওলাদার, (৬) নজীর হাওলাদার, (৭) সুলতান বেপারী, (৮) শহিদ বেপারী, (৯) জাহাঙ্গীরের ঘুরের পুরোটাই পুরে গেছে। স্থানীয়দের মতে প্রায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয় লোকজন সেলো মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রনে আনে ।
আহতদের তিনজনের মধ্যে জসিমের (২২) নাম পাওয়া গেলেও বাকী ২জনের নাম পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, ১২ টি ঘর পুরে গেছে। ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা। তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার পূর্বেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।