খােলা বাজার২৪, শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৭: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পঞ্চগ্রাম এমদাদুল উলূম কামরূপদলং মাদ্রাসার অফিস কক্ষে চুরির ঘটনায় চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী । আটককৃতরা হলেন কামরূপদলং গ্রামের মৃত ইছবর আলীর ছেলে আলী হোসেন(৩৫),মৃত আজর আলীর ছেলে আজির উদ্দিন(৩২), আছদ্দর আলীর ছেলে সোহাগ (২৫) শাছুদ্দিনের ছেলে সৈয়দুর (৩০),ওয়াহিদ আলীর ছেলে রোশন আলী(৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগ্রাম এমদাদুল উলূম কামরূপদলং মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলন শেষে গত ১৯ ফেব্রুয়ারী মাদ্রাসাটি এক সপ্তাহের ছুটি ঘোষনা করা হয়। ছুটির পর হইতে মাদ্রাসায় শিক্ষক সহ শিক্ষার্থী না থাকায় এবং মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আকবর আলী তাহার বাড়ীতে অবস্থান করায় গত শুক্রবার রাতে চুরেরা অফিস কক্ষের ক্যাশবক্সের তালা ভেঙ্গে ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা চুরি করিয়া নিয়া যায়। তাৎক্ষনিক গতকাল শনিবার মাদ্রাসা পরিচালনা কমিটি ও এলাকাবাসীরা স্থানীয় চিহ্নিত চোরদের সন্দেহ হইলে কৌশলে চোরদেরকে মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত করা হয় এবং ব্যাপক জিজ্ঞাসাবাদ করিলে চুরির বিষয়টি স্বীকার করে এবং কামরূপদলং গ্রামের মৃত আসক আলীর ছেলে ছমির মিয়া(৪০),মৃত সাধু খাঁর ছেলে আমিন মিয়া(৩৫), ইলিয়াছ আলীর ছেলে ইসলাম মিয়া(৩৮),আব্দুল মছব্বিরের ছেলে জুনাই মিয়া(৪২) সংঘটিত চুরির ঘটনার সাথে জড়িত বলিয়া স্বীকার করে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ(তদন্ত) কাজী মুক্তাদীর হোসেনের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক ওয়াসিম আল বারী সঙ্গীয় ফোর্স সহ চোরদেরকে আটক করে থানায় নিয়ে আসেন এবং আটকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী চোরদের নিয়া তাহাদের বাড়ীতে তল¬াশী কালে আজির উদ্দিন, সোহাগ মিয়া ও সৈয়দুর রহমানের বসত ঘর হইতে মোট ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে মাওলানা আব্দুল হাই বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৬ তারিখ ২৫/০২/২০১৬। দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেরেছেন।