খােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭: নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি- এই আওয়াজে শনিবার জামালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে।
জামালপুর শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ রেজাউল করিম হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাসেল সাবরিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আতিকুর রহমান ছানা, ভেটেরিনারি সার্জন ডাক্তার রোকনুজ্জামান পলাশ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম প্রমুখ।
এ সময় আলোচকবৃন্দ বিজ্ঞানসম্মত উপায়ে তৃণমূল পর্যায়ের খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার আহবান জানান।