খােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭: যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির প্রেসিডেন্ট পদে টম পেরেজ নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের শ্রমমন্ত্রী ছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শনিবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা নগরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রথম মুসলিম কংগ্রেসম্যান কিথ এলিসনের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতার পর দ্বিতীয় পর্বের ভোটে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হন পেরেজ।
পেরেজ পেয়েছেন ২৩৫ ভোট। এলিসন পেয়েছেন ২০০ ভোট।
গত প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর বিপর্যস্ত ডেমোক্রেটিক পার্টিকে পুনর্গঠন এবং রিপাবলিকান পার্টির বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোকাবিলা করার দায়িত্ব এবার পেরেজের।
দলের জাতীয় কমিটির উদ্দেশে পেরেজ বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসের সংকটে ভুগছি, প্রাসঙ্গিকতার সংকটে ভুগছি।’
ডেমোক্রেটিক পার্টির তৃণমূলকে শক্তিশালী করার অঙ্গীকার করেন পেরেজ। একই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ারও প্রতিশ্র“তি দেন তিনি।
দলীয় নেতৃত্বে আসার ক্ষেত্রে পেরেজ প্রাতিষ্ঠানিক ডেমোক্রেটিক পার্টির সমর্থন পান। হিলারি ক্লিনটন ঘরানার নেতাদের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার সমর্থন জানান পেরেজকে। প্রকাশ্যে সমর্থন না জানালেও পেরেজের নেতৃত্বের প্রশংসা করেন সাবেক প্রেসিডেন্ট ওবামা।