খােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্পকরপোরেশন (বিসিক)-এর উদ্যোগে ৫ দিনব্যাপী‘বসন্তমেলা’১৪২৩ ও ত্রৈমাসিককারুশিল্পপ্রদর্শনী’বিসিকভবন চত্বরে (১৩৭-১৩৮ মতিঝিলবাণিজ্যিকএলাকা) শুরুহয়েছে।
আজ২৬ ফেব্রুয়ারি ২০১৭ (১৪ ফাল্গুন ১৪২৩)বিসিক চেয়ারম্যানমুশতাকহাসানমুহঃইফতিখারপ্রধানঅতিথি হিসেবেঅনুষ্ঠানেরউদ্বোধনকরেন। অনুষ্ঠানেসভাপতিত্ব করেনবিসিকেরমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আবদুলকাদিরসরকার। স্বাগতভাষণ দেন প্রধাননকশাবিদ বশীরআহমেদ।এ সময়সংস্থার উর্ধ্বতনকর্মকর্তাগণউপস্থিত ছিলেন।
উদ্বোধনীঅনুষ্ঠানেপ্রধানঅতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যানমুশতাকহাসানমুহঃইফতিখারবলেনবিসিকডিজাইন সেন্টারহলোবাংলা দেশেরডিজাইনবিবর্তনের প্রতিকৃত। কারণ এই ডিজাইন সেন্টারেকাজকরে গেছেনপটুয়াকামরুলহাসান, শিল্পীকাইয়ুম চৌধুরী ও শিল্পীএমদাদ হোসেনেরমতবহুজ্ঞানীগুনীশিল্পীরা। এই ডিজাইন সেন্টারনতুননতুনডিজাইন উদ্ভাবনসহক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পখাতের উদ্যোক্তাদের উৎপাদিতপণ্যেরবিপণনসহায়তাবৃদ্ধিরলক্ষ্যে কাজকরেযাচ্ছে। তিনিআরওবলেন দেশব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্পখাতেরউন্নয়নেবিসিক দীর্ঘদিনযাবৎ উদ্যোক্তাদের বিভিন্নধরনের সেবা-সহায়তাপ্রদানকরেআসছে। ক্ষুদ্র ও কুটিরশিল্পেরউন্নয়ন ও বিকাশঘটিয়েউৎপাদন, আয়বৃদ্ধি ও নতুনকর্মসংস্থানসৃষ্টিবিসিকেরঅন্যতমলক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগতবক্তব্য রাখেনবিসিকেরপ্রধাননকশাবিদ বশীরআহমেদ। তিনিবলেনবিসিকেরনকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিকপ্রিন্টিং, পুতুল তৈরি, স্ক্রিনপ্রিন্টিং, প্যাকেজিং, বাঁশ-বেতেরকাজ, পাটজাতহস্তশিল্প, চামড়াজাতপণ্য, ধাতবশিল্প, বুননশিল্পও ফ্যাশন ডিজাইনইত্যাদি ১৩টি ট্রেডে এ পর্যন্ত ২৮ হাজার ৪১৫ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণপ্রদানকরাহয়েছে। নকশা ও নমুণা উদ্ভাবন ও বিতরণকরাহয়েছেযথাক্রমে ৩৩ হাজার ১২৪ এবং ৬৮ হাজার ৬০টি। এ পর্যন্ত মেলা ও প্রদর্শনীঅনুষ্ঠিতহয়েছে ১৭৩টি।
সভাপতির বক্তব্যে মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আবদুলকাদিরসরকারবলেনবিসিকেরনকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণগ্রহণকারীদের বিভিন্নপণ্য সামগ্রীরপরিচিতি ও বাজারসৃষ্টিরমাধ্যমে তাদেরকেসহায়তাপ্রদানেরলক্ষ্যকে সামনে রেখে এ মেলারআয়োজনকরাহয়েছে। মেলায়বিভিন্নধরণের পোশাক, নকশীকাঁথা, তাঁতের ও জামদানিশাড়ি, পাটেরহস্তশিল্প, আধুনিকপদ্ধতিতেউৎপাদিত মধু, খাদ্যজাতসামগ্রীসহহস্ত ও কুটিরশিল্পজাতপণ্যেরবিপুলসমারোহ ঘটেছে। মেলাউপলক্ষেকারুশিল্পীদের উৎপাদিতপণ্যসামগ্রীনিয়েচলছেকারুশিল্পপ্রদশর্নী।
মেলায়বিভিন্নধরণেরহস্ত ও কুটিরশিল্পপণ্যের ৪৭টি স্টল রয়েছে। মেলাচলবেআগামী ২ মার্চ২০১৭ পর্যন্ত। উক্ত মেলা ও প্রদর্শনীসর্বসাধারণেরজন্য প্রতিদিনসকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টাপর্যন্ত উন্মুক্ত থাকবে।