খােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭: নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চলতি মৌসুম কমেছে পেয়াজ বীজের চাষ। গত বছর পেয়াজ বীজ জমিতে ভাল হলেও শেষে মহূর্তে ঝড় বৃষ্টির কারনে জমিতেই পেয়াজ বীজ নষ্ট হওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এমনকি কোন কোন কৃষক জমি থেকে পেয়াজ বীজ তুলতেই পারেনি। অনেকে কৃষক হয়েছে সর্বশান্ত। যার ফলে, অন্যান্য বছরের তুলনাই চলতি মৌসুমে এ উপজেলায় কমেছে পেয়াজ বীজের চাষ। গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে এ উপজেলায় প্রায় ৫শ’ ২০ হেক্টর জমিতে পেয়াজ বীজের চাষ হয়েছে। গত বছর এ উপজেলায় ৫শ’ ৭০ হেক্টর জমিতে পেয়াজ বীজের চাষ হয়ে ছিল। গত বছরের তুলনাই চলতি মৌসুমে পেয়াজ বীজের চাষ কম হয়েছে। তবে কৃষি অফিস সুত্রে বলছে পেয়াজ বীজ চাষ বেশী লাভবান হওয়ায় দিন দিন পেয়াজের বীজ চাষে ঝুকলে ঝুকেছিল এ উপজেলার কৃষকরা। গত বছর বৈরী আবহাওয়ার জন্য পেয়াজ বীজ চাষ করে কৃষকেরা ব্যাপক ক্ষতি গ্রস্থ হওয়ায় এ বছর কমেছে পেয়াজ বীজের চাষ। মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া গ্রামের পেয়াজের বীজ চাষী মুরাদ হোসেন জানায়, গত বছর ১ বিঘা জমিতে পেয়াজ বীজ চাষ করে ঝড় বৃষ্টিতে পেয়াজ বীজ নষ্ট হয়ে যাওয়ায় একেবারে সর্বশান্ত হওয়ায় এবার পেয়াজ বীজ চাষ করিনি। বোগদামারী গ্রামের কৃষক লালু বলেন গত বছর পেয়াজ বীজের চাষ করে ছিলাম। জমিতে পেয়াজ বীজও ভাল হয়েছিল। কিন্তু শেষ মহূর্তে ঝড় ও বৃষ্টি হওয়ায় জমিতেই সব পেয়াজ বীজ নষ্ট হয়ে যায়। এতে করে আমার ব্যাপক লোকসান হওয়ায় এখনো পর্যন্ত লোকসান কাটিয়ে উঠতে পারিনি। তাই এবার অর্থের অভাবে পেয়াজ বজি চাষ করতে পারিনি। কদম হাজির মোড়ের কৃষক রবিউল ইসলাম বলেন গত বছর ৬ বিঘা জমিতে পেয়াজ বীজ চাষ করেছিলাম। প্রতি বিঘা জমিতে পেয়াজের বীজ চাষ করতে খরচ হয়েছিল প্রায় ৩০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা। ৬ বিঘা জমি প্রায় সব জমির পেয়াজ বীজ নষ্ট হয়ে ছিল। এতে করে ব্যাপক ক্ষতি সাধিত হয় আমার। এবার মাত্র আড়াই বিঘা জমিতে পেয়াজ বীজ চাষ করেছি। তিনি আরো বলেন এখন পর্যন্ত জমিতে পেয়াজের বীজ ভাল আছে। আবহাওয়া ভাল থাকলে ফলন ভাল হবে। এবার প্রতি বিঘা জমিতে প্রায় আড়াই থেকে ৩ মণ করে ফলন হতে পারে। যদি ঠিক মত পেয়াজ বীজ ঘরে তুলতে পারি এবং গত বছরের মত দাম পাই তাহলে গত বছরের লোকসান তুলেও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার তৌফিকুর রহমান বলেন, অন্য ফসলের চাইতে পেয়াজের বীজ অধিক লাভ জনক ফসল। এ উপজেলার মাটি ও আবহাওয়া পেয়াজ বীজ চাষের উপযোগী। গত বছর আবহাওয়া জনিত কারনে কিছু পেয়াজ বীজ নষ্ট হয়েছে। তাই হয়তো অল্প কিছু চাষ কমেছে এ বছর। তবে বর্তমান যে রকম আবহাওয়া রয়েছে এরকম আবহাওয়া থাকলে পেয়াজ বীজে কৃষকেরা ভাল লাভবান হবে।