Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখায় জন্য আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বিগত স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০১৯ সালের মধ্যে যে নির্বাচন হবে সেখানে আপনার যদি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান- দারিদ্র্যের হার বিএনপির আমলে ছিল ৪৭ ভাগ, আমরা তা ২২ ভাগে কমিয়ে নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য তা ১৫ ভাগে নামিয়ে আনা।’

‘একটি মানুষও গরিব থাকবে না। প্রত্যেক মানুষ গৃহ পাবে। গুচ্ছগ্রাম, আদর্শ গ্রামের মাধ্যমে সবাই বই পাচ্ছে। প্রতিটি ছেলেমেয়ে বিনা পয়সার বই পায়। যদি আপনারা চান এটা অব্যাহত থাকুক। যদি বিনা পয়সার বই আপনারা চান, যদি কমিউনিটি ক্লিনিকের সেবা চান, ৩০ প্রকার ওষুধ বিনা পয়সায় চান, তাহলে আমি বলব, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি নির্বাচিত করে দেবেন। যাতে পুনরায় আমরা সেবা করার সুযোগ পাই’, যোগ করেন শেখ হাসিনা।
রোববার বগুড়ার সান্তাহার স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলার মাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। সৌহার্দ্যের ধর্ম। ইসলাম মানুষ খুন করার কথা বলে না। কাজেই এই দেশে যাতে জঙ্গিবাদের স্থান না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে উন্নয়ন করতে পারি।
শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। প্রত্যেক উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পাকা রাস্তা হবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে (মডেল)মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত করে দেব। ইতিমধ্যেই আমরা মসজিদের ডিজাইন আমরা দেখেছি।তার কাজও আমরা দ্রুত শুরু করব।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। শান্তিপূর্ণভাবেই দেশবাসী বসবাস করবে। ইসলামের মান-মর্যাদা যেন উন্নত হয় সেটাই আমরা নিশ্চিত করতে চাই। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল তখন বাজেটের সময় আমার গোপালগঞ্জের টাকা কেটে নিত। এক ফোঁটাও উন্নয়ন করে নাই। কিন্তু আমরা আওয়ামী লীগ করি জনগণের জন্য। এখানে কোনও এলাকা আমরা সেটা দেখি না। সকল এলাকায় আমরা সুষম উন্নয়নে বিশ্বাসী। যে কারণে আপনারা দেখেন, বগুড়ায় যে উন্নয়ন হয়েছে তা সবই তো আওয়ামী লীগ আমলে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা প্রত্যেক জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দেব। আমরা যে ওয়াদা দিয়েছিলাম তা শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে সব করে দেব। যেসব উপজেলায় সরকারি স্কুল- কলেজ সেখানে আমরা করে দিব।