Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

munshiganjখােলা বাজার২৪, রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭: মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ কোর্ট মসজিদে রবিবার বাদ জোহর ঢাকার পিলখানার শহীদ সেনাদের জন্য দোয়ার আয়োজন করেন এ সমাজের এক দরিদ্র রাস্তার হকার জাকির হোসেন। মুন্সীগঞ্জ কালেক্ট্্ররেট মসজিদে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া করেন কালেক্টরেট মসজিদের ইমাম সাহেব।
তিনি এ জাতির জন্য আসলেই কিছু করতে চান। তার সাথে কথা না বললে বুঝা কঠিন। সমাজের যতো কলুষতা দুর্নীতি অসমাজিক কার্যকলাপের বিষয় তার সাথে আলাপ আলোচনায় বেরিয়ে আসে। ভৌগলিক কারণে তাহার এলাকাতে ৮০শতাংশ লোক অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তারপরেও তার আচার আচণে মহৎ চিন্তাগুলো খুবই মুল্যবাদ হিসেবে গৃহীত হতে পারে। তার ভাল একটি মন আছে। সে আসলেই দেশ প্রেমিক। দেশের বিভিন্ন সমস্যাদি নিয়ে আলাপ আলোচনায় পাওয়া যায় তিনি স্বাধীনতার পক্ষেই ছিলেন। দেশের মাটি এবং মানুষকে প্রচন্ডভাবে ভালোবাসেন। তিনি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পক্ষের সৈনিক এবং একজন গুনী শিল্পী। সেই গুনী লোকটি হলো সদর উপজেলার বাঘবাড়ি গ্রামের মৃত আশেক আলীর ছেলে শিল্পী মোঃ জাকির আহম্মেদ। কোর্ট মসজিদে তার সহযোগিতায় মিলাদের আয়োজন অনেককেই বিস্মিত করে তুলেছে।

একজন হকার এভাবে দেশের কাজে নিজেকে আত্মনিয়োগ করে কাজ করে যাচ্ছেন তা সাধারন মানুষের কাছে ইর্ষান্বিত হওয়ার বিষয়। শিল্পী জাকির একজন সাধারন রাস্তার হকার হলেও জেলার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে কোন বিষয় বলার সাহস রাখে। আমাদের সাবেক জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল মহোদয়কেও প্রায়ই ফোন করতেন বিভিন্ন বিষয় অবগত করার জন্য। বর্তমান জেলা প্রশাসক মহোদয়কেও অনুরূপভাবে সমাজের বিভিন্ন বিষয়ে অবগত করে থাকেন। এটা আসলে একজন সমাজ সেবক বা কোন মহৎ ব্যক্তি ছাড়া এটা কারো পক্ষে করা সম্ভব নয়। তার এ মহৎ কাজগুলো অত্যন্ত মূল্যবান ও তাৎপর্যপূর্ণ।