খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: ডায়াবেটিসের সমস্যা হলে বেশির ভাগের ক্ষেত্রে চুল পড়ার সমস্যা হয়।
প্রশ্ন : ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের চুলে কোনো সমস্যা হয় কি?
উত্তর : ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রধান অভিযোগ থাকে চুল পড়া। এর অনেক কারণ আছে। প্রথমত রক্তের সঞ্চালন খারাপ হয়ে যায়। চাপ আরেকটি কারণ। চাপ দুই রকম থাকে—মানসিক ও শারীরিক। আর ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ওজন কমানোর প্রবণতা থাকে। ক্র্যাশ ডায়েটে চলে যায়। এই কারণে পুষ্টির ঘাটতি হয়। এর জন্য চুল পড়া বেশি দেখা দেয়।
প্রশ্ন : এ ক্ষেত্রে কী করণীয়?
উত্তর : এ রকম হলে প্রথমে আমাকে পুষ্টি দিয়ে কাভার করতে হবে। আমি একটি সাপ্লিমেন্টের কথা সবসময় বলি, বায়োটিন। আরেকটি সাপ্লিমেন্ট হলো ডিএইচও কন্টেনিং ওমেগা থ্রি। আরেকটি সাপ্লিমেন্ট হলো ম্যাগনেসিয়াম। এটি আমাদের স্বাভাবিক ইনসুলিন তৈরিতে সাহায্য করে।