খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: গতকাল বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার ১নং বাকই ইউপি আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ঘিরে স্থাণীয় বিএনপির প্রায় ২ শতাধিক নেতা-কর্মী অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মো. তাজুল ইসলামের হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করেছেন।
বাকই ইউপি যুবলীগের আহবায়ক সুশীল আচার্যের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থাণীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলাম। যুবলীগ নেতা গোলাম মোস্তফা মিঠুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ওই ইউপি চেয়ারম্যান আবদুল আউয়াল, ঠিকাদার মনোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য এড.আবু তাহের, যুবলীগ নেতা এড. রফিকুল ইসলাম হিরা, মনিরুল ইসলাম রতন, আজগরা ইউপি চেয়ারম্যান রুহুল আমিনসহ স্থানীয় ও উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে চলমান বিএনপিতে চাটুকার নির্ভর অপ-রাজনীতি পরিহার করে বাকই ইউপির প্রভাবশালী বিএনপি নেতা অধ্যাপক আবুল খায়ের ও রমিজ মেম্বারের নেতৃত্বে স্থানীয় বিএনপি প্রায় ২ শতাধিক নেতা-কর্মী জয়বাংলা স্লোগান দিয়ে স্থাণীয় সংসদ সদস্য মো. তাজুল ইসলামের হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করেছেন।
সভার প্রধান অতিথি বিরোধীদলের অপরাজনীতির কঠোর সমালোচনা করে বলেন, চলমান রাজনীতিতে ন্যায় ও সু-শাসন প্রতিষ্ঠায় যুবলীগ নেতাকর্মীদের কোন বিকল্প নেই। দেশ ও জাতির কল্যানে আজকের যুবশক্তিকে এলাকার সার্বিক উন্নয়নে এবং সমাজে ন্যায় বিচার ও সু-শাসন প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে। নবাগতদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন বর্তমান সরকার দেশ ও জাতির কল্যানে কাজ করছে। নতুন পুরাতনদের সমন্বয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। জয় বাংলা আমাদের বিজয়ের স্লোগান। এ এলাকায় জয়বাংলা ব্যাতিত অন্য কোন জিন্দাবাদ দেখতে চাই না। লাকসাম-মনোহরগঞ্জের মানুষের কল্যানে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।