খােলা বাজার২৪, সোমবার ২৭ ফেব্রুয়ারি ২০১৭:
জবাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত জামালপুর সদর ইউসিসিএ লিঃ এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা গতকাল উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি। এতে সভাপতিত্ব করেন জামালপুর সদর ইউসিসিএ লিমিটেডের সভাপতি হাতেম আলী তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিআরডিবি উপ-পরিচালক মুহাম্মদ জহিরুল হক খান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল ছালাম, জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান দুলাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মোঃ মশিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরিদুল হক, পল্লী উন্নয়ন অফিসার মোঃ শফিকুল আলম। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মোঃ সাইফুল ইসলাম। জানা যায়, ১৯৭৩ ইং সালে ইউসিসিএ প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮০ সালে সরকারের নিবন্ধনের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকিতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি বলেন, বর্তমান সরকার সমবায়ের মাধ্যমে মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিআরডিবির পরিচালনায় একটি বাড়ী একটি খামার প্রকল্প পরিচালিত হচ্ছে। এতে করে সুবিধা ভোগ করছে কয়েক লক্ষ মানুষ সমবায় সমিতির মাধ্যমে হতদরিদ্রদের কর্মের ব্যবস্থা হয়েছে। তাই ইউসিসিএ লিঃ কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সার্বিক সহযোগীতার জন্য আহবান জানান তিনি।