Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: 34কক্সবাজারের চকরিয়ায় স্কুলে যাওয়ার পথে বখাটে সন্ত্রাসীরা শিক্ষার্থী পাপিয়া সুলতানা প্রিয় ও রাকিবুল ইসলাম হুদয় নামে দুই ভাই-বোনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।
২৬ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে ফাসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা।
এনিয়ে ঘটনাদিন দুপুরেই চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দুই শিক্ষার্থীদের মাতা ও পৌরসভার নিজপানখালী গ্রামের মো: শাহ আলমের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৮জনকে অভিযুক্ত করে ফৌজদারী অভিযোগ দায়ের করে। বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি গ্রেফতারী পরোয়ানা জারী করেছে।
এতে আসামী করা হয়েছে পৌরসভার ৯নং ওয়ার্ডের নিজপানখালী গ্রামের মো: হানিফের পুত্র মো: ইব্রাহিম ও মো: ইসলাম, মোহাম্মদ আলীর পুত্র বোরহান, মো: এরফান ও মো: আরমান উদ্দিন, মৃত আবদু ছালামের পুত্র মোহাম্মদ আলী ও আবুল হোসেন, মো: হানিফের স্ত্রী জন্নাত আরা বেগমকে।
বাদী অভিযোগে জানায়, স্কুল ছাত্রী পাপিয়া সুলতানা প্রিয়াকে স্কুলে যাওয়া আসার সময় উত্যাক্ত করে আসছিল দীর্ঘদিন ধরে। সম্প্রতি বাধা প্রদান করলে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করে। এঘটনায় গত ২৩ ফেব্রুয়ারী আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে থানার ওসিকে মামলা (এফআইআর) নেওয়ার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নেওয়ার হুমকি সহ গতকাল ২৬ ফেব্রুয়ারী সকাল ৯টায় স্কুলের যাওয়ার সময় হত্যার উদ্দেশ্যে ফের হামলা চালায়। বাদী পক্ষে মামলা পরিচালনায় ছিলেন এডভোকেট লুৎফুল কবির ।