খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: নিজেকে আরো সুন্দর ও পরিপাটি করতে এখন বেশিরভাগ মানুষই বিউটি পার্লারের সেবার উপর নির্ভরশীল। বিউটি পার্লার হয়ত আপনাকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে কিন্তু এর পাশাপাশি আপনার স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে। পার্লারে যে সকল যন্ত্রপাতি দিয়ে কাজ করা হয় তার অধিকাংশই জীবাণুমুক্ত থাকে না। ফলে এতে একজনের শরীর থেকে জীবাণু আরেক জনের কাছে ছড়িয়ে যাচ্ছে।
মেকআপে ব্যবহৃত স্পঞ্জ, ব্রাশ, ফেসিয়ালে ব্যবহৃত তোয়ালে ও পোশাক যদি যথাযথ পরিষ্কার এবং জীবাণুমুক্ত না থাকে তবে আগের ভোক্তার ত্বকের যেকোনো সংক্রমণ বা ইনফেকশন যেমন-একজিমা, ডার্মাটাইটিস, ব্রণ, মাথার খুশকি, ভাইরাল ইনফেকশন দ্বারা পরবর্তী ভোক্তা আক্রান্ত হতে পারে।
এছাড়া মেনিকিওর, পেডিকিওরে ব্যবহৃত যন্ত্রপাতি যদি যথাযথ জীবাণুমুক্ত করা না থাকে তবে কোনো ভোক্তার ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন থাকলে তা পরবর্তী ভোক্তার কাছে ছড়িয়ে যেতে পারে। এ ধরনের অসতর্কতামূলক পরিস্থিতি কখনো হেপাটাইটিস, সিফিলিস, এইডস সংক্রমণের কারণও হতে পারে। এমনি ভ্রু প্লাক করার সময় মুখে সুতা আটকে ভ্রু তোলা হয়। এক্ষেত্রে সেবাদানকারী কর্মীর কোন রোগ থাকলে তা লালার মাধ্যমে জড়ানোর সম্ভবনা থাকে।
সেবাদানকারী কর্মী যে হাতে সেবা প্রদান করেন তার হাতে চর্মরোগ থাকলেও তা ভোক্তাদের কাছে ছড়াতে পারে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ বা নিম্নমানের প্রসাধনী ব্যবহারে ত্বকে ক্যান্সার বা ক্ষতের সৃষ্টি হতে পারে। তাই পার্লারগুলোতে উপযুক্ত পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য যথেষ্ট সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী, ওয়াশিং মেশিন, স্টেরিলাইজারের ব্যবস্থা রাখতে হবে। ভোক্তাদের সেবা নেয়ার সময় ব্যবহৃত সামগ্রীর মেয়াদ ও মান এবং পরিপূর্ণ পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখতে হবে।