খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: ধীন রাষ্ট্র হিসেবে কসোভোকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) ৫৬ দেশের মধ্যে বাংলাদেশ ৩৭তম দেশ হিসেবে রাষ্ট্রটিকে স্বীকৃতি দিলো। এর আগে ১১৩টি দেশ কসোভোকে স্বীকৃতি দেয়।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই স্বীকৃতির সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়।
এছাড়া সামুদ্রিক মৎস্য আইন- ২০১৭ এবং জাতীয় যুব নীতি- ২০১৭’র এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে এ তথ্য জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম।
মন্ত্রিপরিষদের বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাব করা শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউশন আইন-২০১৭’র খসড়ারও অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত ৩৪ চুক্তির খসড়া এবং বাংলাদেশ ও কাতারের দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি রোধসংক্রান্ত চুক্তির খসড়ার অনুমোদন দেয়া হয়।