Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭: 73সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী ছমেদনগর গ্রামের কুখ্যাত গাজাঁখোর তথাকথিত বাউল নামধারী কাইয়ূম,সমুজ আলী,বাহার উদ্দিন ও মদদদাতা মালেক গংদের অসামাজিতক কার্যকলাপ প্রতিরোধ ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
সোমবার বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক রঙ্গারচর ইউপি সদস্য মোঃ আসগর আলী। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন,উল্লেখিত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় গাজাঁ সেবক করে এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে। তাদের নেতৃত্বে একটি অপসংস্কৃতির দল তৈরী করে এলাকায় অসামাজিক কার্যকলাপের ফলে স্থানীয় নিরীহ লোকজন ওদের ভয়ে কেহ মুখ খুলতে রাজি নয়। তারা প্রতিনিয়ত এলাকায় অশ্লীল নাচ গান আর মদ গাজাঁর আসর বসিয়ে যুবকদের বিপদগামী করছে। তাদের এমন ভন্ড আয়োজনে সম্প্রতি হিলফুল ফুজুল ইসলামি সংঘের নেতৃবৃন্দ ও এলাকার লোকজন গিয়ে প্রতিবাদ করায় ঐ সমস্ত ইসলামি চিন্তাবিদ ও এলাকার লোকজনকে আসামী করে সদর মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কাইয়ূম হচ্ছেন ছমেদনগর গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে এবং সমুজ আলী হচ্ছে বুদু মিয়ার ছেলে। কাইয়ূম তার আপন ভাগিনীকে নাচ গানের নর্তকী সাজিয়ে এলাকায় গাজাঁ ও মদের আসর বসিয়ে অবৈধ রোজগার করছে বলে উল্লেখ করেন। অবিলম্বে ঐ সমস্ত মদও গাজাঁখোরদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান। পাশাপাশি প্রতিবাদকারীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছেতা অবিলম্বে প্রত্যাহারের ও দাবী জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন রঙ্গারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ আনোয়ার হোসেন বাবুল,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছাঃ জাহানারা বেগম,মোঃ শিহাব উদ্দিন,আব্দুর রশিদ,মোঃ খোকন মিয়া প্রমুখ।
এ বিষয়ে অভিযুক্ত মালেক মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন প্রতিহিংস্রার বশিভ’ত হয়ে একটি মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানান।