Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: 6সিরিয়ার ইদলিবে মিসাইল হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু আল খাইর আল-মাসরি নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার চালানো এই হামলায় তারা নিহত হন বলে দাবি করেছেন দ্ইু কর্মকর্তা।
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও দাবি করে, রবিবারের হামলায় মাসরি নিহত হন। সিরিয়ার বিরোধী দলের সদস্যরাও একই দাবি করেন।

আল-মাসরির প্রকৃত নাম মুহাম্মদ রজব আবদ আল-রাহমান। তিনি মিশরীয় নাগরিক। হামলার সময় তিনি একটি গাড়িতে অবস্থান করছেন।
সিরিয়ার সিভিল ডিফেন্স থেকে ফেষবুকে ছবি দেয়া হয়েছে। তারা জানায়, হামলায় মাসরি ছাড়া আরো দুইজন নিহত হয়েছেন। ২০০৫ সালে আবদ আল রাহমানকে সন্ত্রাসী ঘোষণা করে যুক্তরাষ্ট্র।