ওমর ফারুক নাঈম, মৌলভীবাজার : মৌলভীবাজার সরকারি কলেজের সম্মান ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী’র পরিচালনায় নবীনবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার সাবেক সভাপতি মুক্তা বাড়ৈ, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথ, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাধারন সম্পাদক মারুফ হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক স্বর্নালী দাশ টুম্পা। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।