খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: জামালপুর শিল্পকলা একাডেমীতে গতকাল মঙ্গলবার সকালে ‘ক্ষুদ্র ও মাঝারী শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান বলেন, জামালপুরে একটি নকশী পল্লী স্থাপন করার জন্য ইতি মধ্যে পরিকল্পনা মন্ত্রনালয়ে আবেদন প্রেরণ করা হয়েছে। আশা করছি খুব শিগ্রই এই নকশী পল্লী স্থাপন করা সম্বব হবে। এই পল্লী গড়ে উঠলে দেশী-বিদেশী ক্রেতা বৃদ্ধি পাবে। ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে সেখানে একটি উন্নত মানের আবাসিক হোটেলের ব্যবস্থা রাখা হবে। এছাড়া ব্যাংক যেন সহজে উদ্যেক্তাদের মাঝে ঋণ বিতরণ করে সেজন্য একটি ব্যাংকিং মেলা খুব শিগ্রই করা হবে। অনুষ্ঠানে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রাসেল সাবরিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুল হাই আল হাদী, ডা. মো. নুরুল ইসলাম, সৈয়দ আতিকুর রহমান ছানা, নিহার রঞ্জন দাস, মোঃ জাকির হোসেন, রফিক আহম্মেদ, মোক্তাদির রহমান, শাহিনুর আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল ছালাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মোস্তফা বাবুল, জাহাঙ্গীর সেলিম, তারিকুল ফেরদৌস, সেলিম হোসেন প্রমুখ। সেমিনারে বক্তারা জামালপুরের হস্তশিল্প, কাসা শিল্প, পাটজাত শিল্প ও মৃৎশিল্পগুলোর মানোন্নয়ন করে বিশ্বের উন্নত বাজার ব্যবস্থার প্রতিযোগীতায় টিকিয়ে রাখতে রাষ্ট্রায়াত্ব ব্যাংক ও দেশী বিদেশী শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।