খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: জামালপুরে ক্ষুদ্র ও মাঝারী শিল্পে স্থানীয় পণ্যের প্রভাব- সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী সকালে শিল্পকলা একাডেমীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রাসেল সাবরিন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক আব্দুল হাই আল হাদী, ডা. মো. নুরুল ইসলাম, সৈয়দ আতিকুর রহমান ছানা, নিহার রঞ্জন দাস। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা এর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল ছালাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রফিক আহম্মেদ, মোস্তফা বাবুল, জাহাঙ্গীর সেলিম, তারিকুল ফেরদৌস, সেলিম হোসেন প্রমূখ। এ সেমিনারে বক্তারা জামালপুরের হস্তশিল্প, কাঁসা শিল্প, পাটজাত শিল্প ও মৃতশিল্পগুলোর মানোন্নয়ন করে বিশ্বের উন্নত বাজার ব্যবস্থার সাথে প্রতিযোগীতায় তালমিলিয়ে টিকিয়ে রাখতে রাষ্ট্রায়াত্ব ব্যাংক ও দেশী বিদেশী শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।