Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭:  57মুন্সীগঞ্জ সিরাজদিখান চিত্রকোট ইউনিয়নের খারশুর এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন স্টিল ব্যবসায়ী মামুন হোসেন। ছয় দিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন।গত শুক্রবার বিকালে বাসা থেকে বের হন তিনি। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে টি-শার্ট ও প্যান্ট প্যান্ট পড়া ছিল।অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে মামুন হোসেনের ভাগ্নে জাকির হোসেন সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।নিখোঁজের স্ত্রী নূপুর আক্তার বলেন, দশ দিন ধরে আমি আমার বাবার বাড়ি শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়র্কীত্তন গ্রামে আসি। আমার এক মেয়ে চার বছর নয় মাস ও ১৮ দিন বয়সের ছেলেকে নিয়ে খুব চিন্তায় আছি। আমাদের সাথে কারো কোন ঝগড়া ও শত্রুতা নেই। গত বৃহস্পতিবার রাতে সংসারের বিষয়ে মামুনের সাথে আমার শেষ কথা হয়। এসময় কারো সাথে কিছু হয়েছে কিনা কিছুই বলেনি।সিরাজদিখান থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) ইয়ারদৌস হাসান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু এখন পর্যন্ত মামুন হোসেনের খোঁজ মিলেনি। তবু খোঁজাখুঁজি অব্যাহত আছে।’মামুন হোসেন সিরাজদিখান চিত্রকোট ইউনিয়নের খারশুল বাসস্ট্যান্ড এলাকার হায়দর আলী সুপার মার্কেটে সাহেরা স্টীল কিং নামে কারখানা ও দোকানের মালিক।