খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বটতলা বাজারে মঙ্গলবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি হোটেল ও একটি মুদি দোকান সম্পূর্ণ ভূষ্মিভূত হয়েছে। এসময় আগুনে পার্শ্ব বর্ত্তি আরো দুই দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা জায়নি। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবী করেছেন।
আগুনে ভূষ্মিভূত মুদি দোকানের মালিক আলমগীর মোল্লা বলেন, মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে বাজারে এসে দেখি দাউ-দাউ করে আগুন জলছে। এসময় স্থানীয় এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করলেও আগুনে আমার দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় আমার দোকানে থাকা নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বেসরকারি এনজিও সংস্থা ব্রাক থেকে ৮০ হাজার টাকা লোন নিয়ে দোকানটি করেছিলাম। আমার পরিবারের উপর্জনের একমাত্র উৎস এ দোকানটি পুড়ে যাওয়ায় পরিবার নিয়ে আমি পথে বসে গেছি।
হোটেল মালিক মোঃ আলী বলেন, আমার হোটেলে চাল, ডাল ও আটাসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। ব্রাক থেকে ৪০ হাজারসহ বিভিন্ন এনজিও থেকে আরো কিছু টাকা লোন নিয়ে হোটেলটি করেছিলাম। আগুনে আমার সব শেষ হয়ে গেছে। কি ভাবে লোনের কিস্ত টানবো ভেবে পাচ্ছি না।
স্থানীয় এলাকাবাসি বলেন, কি ভাবে আগুনের সুত্রপাত তা আমরা বলতে পারছি না। বাজারে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় ফায়ার সার্ভিসে ফোন দেয়া হয়েছিল। তবে ফোনটা কেউ রিসিভ করেনি। আগুনে ক্ষতিগ্রস্ত হোটেল ও দোকান মালিক দু’জনেই খুব দরিদ্র। আমরা জেলা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহয়তা করার দাবী জানাচ্ছি।