খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মোকামবাজারে একটি চোরাই সিএনজি চালিত অটোরিকশা সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকালে গোবিন্ধপুর গ্রামে একটি সিএনজি দেখে স্থানীয় জনতার সন্দেহ হলে বিষয়টি তারা পুলিশকে অবগত করলে সিএনজি সহ চোরদের আটক করে রাজনগর থানা। আটককৃতরা হলেন, বিয়ানীবাজারের চন্দ্র গ্রামের সেলিম ওরফে শাহীন (৩৪), এবং সিলেটের ভার্থখলার নাদিম হায়দার (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোবিন্ধপুর গ্রামে একটি সিএনজি দেখে স্থানীয় জনতার সন্দেহ হলে বিষয়টি তারা মোকামবাজার সিএনজি সমিতির লোকজনকে অবগত করে। সমিতির সদস্যরা সরেজমিনে গিয়ে সিএনজি সহ দুই চোরকে আটক করে মোকামবাজার এনে জিজ্ঞাসাবাদ করলে তারা সিএনজিটি চুরি করে এনেছে বলে স্বীকার করে। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে রাজনগর থানার এস আই রাজীব হোসেন একদল পুলিশ নিয়ে এসে (সিলেট-থঃ ১১-৬৫০১) নাম্বারের চোরাই সিএনজি সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।
রাজনগর থানার ওসি শ্যামল বণিক জানান, সিএনজি সহ আটককৃতদের সিলেটের দক্ষিন সুরমা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।