Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭:  68নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মুরাদ গ্রুপ ও মনির গ্রুপের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে হাতিয়া দ্বীপ কলেজের ছাত্র রাকিব হোসেন গুলিবৃদ্ধ সহ ৮জন আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কলেজের ছাত্ররা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চরকিং কিল্লার বাজারে গুলিবৃদ্ধ হয় রাকিব। পরে এর প্রতিবাদে উপজেলা সদরে সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ করে ছাত্ররা। গুলিবৃদ্ধ রাকিব চরকিং শুল্লকিয়া গ্রামের আবুল কাসেমের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত ইউপি নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনায় দায়ের করা মামলায় পলাতক থাকা মুরাদ মেম্বার, আব্দুল ওয়াব ও আবু তাহের আদালত থেকে জামিন নিয়ে সোমবার রাতে চরকিং শুল্লকিয়ার নিজ নিজ বাড়িতে যায়। তারা মঙ্গলবার সকালে কিল্লার বাজারে গেলে প্রতিপক্ষ মনির মেম্বার, ইকবাল মেম্বার ও আকরাম মেম্বারের সমর্থকরা তাদের উপর আক্রমন চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে কলেজ ছাত্র রাকিব কলেজে যাওয়ার উদ্দেশ্যে কিল্লার বাজারের দক্ষিনে পৌঁছলে উভয় পক্ষের লোকজনের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয় রাকিব। এ সময় উভয় পক্ষের আরো ৭ জন গুলিবিদ্ধ হয়েছে।

গুলিবিদ্ধদের মধ্যে মুরাদ মেম্বার গ্রুপের ৪ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কলেজ ছাত্র রাকিব ছাড়াও মুরাদ গ্রুপের গুলিবিদ্ধ অপর ৩ জন হলো জাহের উদ্দিন (২০), এমরান হোসেন (৩৫) ও জামসেদ (১৮) । অপরদিকে মনির মেম্বার গ্রুপের গুলিবিদ্ধদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে নোয়াখালী জেলা সদরে নেওয়া হয়েছে বলে মুনির মেম্বারের পক্ষ থেকে দাবি করা হয়।

এদিকে কলেজ ছাত্র রাকিব গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে দ্বীপ কলেজের ছাত্ররা সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে ছাত্রনেতারা বলেন, চরকিং অশান্ত কেন? দিনে দুপুরে একটি পক্ষ একটার পর একটা অঘটনের জন্ম দিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন বরাবরই নিরব ভূমিকা পালন করছে। ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কাল থেকে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে হাতিয়া অচল করে দেওয়া হবে বলে ঘোষণা দেন ছাত্রনেতারা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, সকাল সাড়ে ১০টায় চরকিং শুল্লকিয়া এলাকায় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় হাত বোমা নিক্ষেপে কলেজ ছাত্রসহ ৪/৫ জন ছরাবিদ্ধ হয়েছে। বোমার ছরায় এরা সামান্য আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছি।