খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: লক্ষ্মীপুরের রায়পুরে সহকারি পুলিশ সুপার সার্কেল অফিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বি পি এম) আনুষ্ঠানিকভাবে এ অফিসের উদ্বোধন করেন। এ সার্কেল অফিস রায়পুর ও রামগঞ্জ থানার আইন শৃঙ্খলা কার্যক্রম তদারকি করবে বলে জানায় পুলিশ প্রশাসন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এম আউয়াল, সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, উন্নত বাংলাদেশ গঠনে মাদকমুক্ত সমাজ গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দেশে বর্তমানে ৬০ লাখ যুবক মাদক সেবন করছে। এখনি মাদককে নিয়ন্ত্রণ করতে না পারলে ২০৪১ সাল পর্যন্ত এর সংখ্যা দাঁড়াবে প্রায় দেড় কোটি। জেলার মাদক সেবী ও ব্যবসায়ীদের ১০দিনের মধ্যে মাদক পরিহার করার নির্দেশ দেন পুলিশ কর্মকর্তারা। আর মাদক ব্যবসায়ীরা স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের পুনর্বাসনের দায়িত্ব নিবেন বলে অবহিত করেন সংসদ সদস্যরা।
এদিকে, দুপুর দেড়টায় লক্ষ্মীপুর পৌর শহরের মেঘনা রোড এলাকায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৪র্থ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন পুলিশের চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি।