Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭:  71এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, কুষ্টিয়া :জনসাধারণকে ডায়াবেটিক রোগ সম্পর্কে সজাগ থাকার জন্য ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারা ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ থাকুন’ স্লোগানে ভেড়ামারাতে এ দিবসটি পালিত হয়। মঙ্গলবার সকালে ভেড়ামারা ডায়াবেটিক সমিতির কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালী শেষে দিবসটি উপলক্ষে সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ড. অমেন্দ্রনাথ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল মোঃ কামরুল হাসান, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্¦ মোঃ আক্তারুজ্জামান মিঠু, উপজলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা সহ প্রমুখ।