Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

80বাংলাদেশের ‘রাজনৈতিক ধারা পরিবর্তনের কারণে’ হরতাল ডাকলেও এখন আর তা পালিত হয় না বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকায় সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা মঙ্গলবারের আধাবেলা প্রসঙ্গে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

নাসিম বলেন, “রাজনীতি এখন পরিবর্তন হয়েছে। এখন হরতাল ডাকলে হয় না। হরতাল ডাকলেই হরতাল হবে, এই সংস্কৃতি বাংলাদেশে আর নেই।
“মানুষ এখন বুঝে গেছে। মানুষ উন্নয় চায়। যারা হরতাল ডাকে তারাও বোঝে হরতাল হবে না।”
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত ২৩ ফেব্র“য়ারি গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর শুক্রবার সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা আলাদাভাবে ঢাকায় আধাবেলা হরতালের ঘোষণা দেয়। তাতে সমর্থন জানায় আরও কয়েকটি দল।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মহান একুশে ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড’।
এতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আবেগ দিয়ে রাজনীতি হয় না। আজ মানুষ বুঝে গেছে, একটি দলকে যদি ধারাবাহিক ভাবে ক্ষমতায় না রাখা যায় তাহলে উন্নয়ন হবে না।”
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, “আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। আমরা সংবিধানের বাহিরে যেতে পারব না। নির্বাচনকালীন সরকার পদ্ধিতি নিয়ে অনেকে অনেক ফরমুলা দিচ্ছেন। ফরমুল দিয়ে কোনো লাভ হবে না।”
মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বক্তব্য রাখেন।
শাজাহান খান বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখ নষ্ট হয়ে গেছে। তাই তিনি দেশের উন্নয়ন ও সরকারের কোনো ভাল কাজ দেখতে পান না।”