Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

99খােলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭: আবারও কেনো ফেসবুকে সাকিব-বিরোধী মিছিল? আবারও সাকিবকে নির্বাসনে পাঠানোর দাবি জোরদার হয়ে উঠেছে। কিন্তু এবার সাকিব কী করেছেন? অভিযোগ হলো, তিনি পাকিস্তানে খেলতে যেতে চেয়েছেন। এমনভাবে বলা হচ্ছে যেনো, সাকিব পাকিস্তানের কাউকে পেয়ে ডেকে বলেছেন, ‘ভাই, আমাকে একটু পাকিস্তান নেওয়া যাবে?’
আসলেই কী তাই?
ব্যাপারটা ঘটেছে পাকিস্তানের এক পত্রিকাকে দেওয়া সাকিবের এক সাক্ষাতকারের রেশ ধরে। আমরা একটু সেই সাক্ষাতকারের প্রতিটা কথা ফিরে দেখি এবং ভাবি যে সাকিব আসলেই অন্যায় কিছু বলেছেন কি না।

মনে রাখবেন যে, পাকিস্তানে ক্রিকেট ফেরানোর জন্য সে দেশের সব মহল চেষ্টা করছে গত কয়েক বছর ধরে। সংবাদ মাধ্যমও তার ব্যতিক্রম নয়। তাতে অন্যায় কিছুও নেই। কোনো একটা দেশে ক্রিকেট না হলে তার যন্ত্রনা সাংবাদিকদের রুটিরুজিতেও পড়ে। ফলে তারা সাকিবের সাক্ষাতকার নেওয়ার সময় বারবার পাকিস্তানের প্রসঙ্গ এনে তাদের জন্য ইতিবাচক কিছু পাওয়ার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক।
এখানেও তাই করা হয়েছে। আর কথা না বাড়িয়ে আমরা সাকিবের কথাগুলো পয়েন্ট করে করে পড়ি।
১.
প্রথমেই সাকিব পাকিস্তানে তার ক্রিকেটের কথা স্মরণ করেছেন এবং পাকিস্তানে খেলার প্রত্যাশা শুনিয়েছেন।
প্রশ্নটা ধরে নেওয়া যাক-আপনি কী পাকিস্তানে খেলতে যেতে রাজী?
ইংরেজী উত্তর ÒI last played in Pakistan in 2008; it was an amazing experience for me,Ó ÒThe crowd, the ground, the environment, the fans and the atmosphere were all fabulous. I really wish to play again in Pakistan once things get better.Ó
বাংলা: ‘আমি সর্বশেষ পাকিস্তানে খেলেছি ২০০৮ সালে; সেটা আমার জন্য অসাধারণ একটা অভিজ্ঞতা ছিলো। ওই দর্শক, ওই মাঠ, ওই পরিবেশ, সমর্থকরা এবং পারিপার্শিকতা স্রেফ দুর্দান্ত ছিলো। পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমি আসলেই আবার পাকিস্তানে খেলতে চাই।