Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : 8লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় হাছেন চাউল কলের বয়লার বিস্কফরনে মোছাঃ রাহিলা খাতুন (৪৪) ও মোছাঃ রেহানা খাতুন (৪৫) দুই নারী শ্রমিক গুরুত্ব আহত হয়েছে।
জানাগেছে, উপজেলার বড়খাতা আলহাজ্ব হাছেন আলী মেম্বারের উল্লেখিত চাউল কল ভাড়াটিয়া মালিক হিসাবে আঃ আজিজ মিয়া দীর্ঘদিন যাবত চাতাল ব্যবসা পরিচালনা করে আসছে।
এমতাবস্থায় অন্যান্য দিনের ন্যয় মঙ্গলবার রাতে ধান গ্যাস করাবস্থায় আকর্ষিকভাবে বয়লার বিস্ফরণ ঘটে। এতে উল্লেখিত দুই মহিলা শ্রমিক গুরুত্ব ভাবে আহত হয়। পরে আহতদের অবস্থা আশংকাজনক অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই দুই নারী শ্রমিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এদিকে চাতালের মালিক হাছান আলী মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , মিলের মালিক আমি হলেও দীর্ঘদিন যাবত আমার ব্যবসা কার্যক্রম বন্ধথাকায় ভাড়া দিয়েছি বর্তমান ভাড়াটিয়া মালিক আঃ আজিজ মিল চাতালটি ব্যবহার করছেন।

অপরদিকে বর্তমান ভাড়াটিয়া চাতাল মালিক আঃ আজিজের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে আর কোন কথা বলতে রাজি না হয়ে ফোনটির লাইন কেটে দেন।