খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : জেলার শ্রীপুর উপজেলার গাড়ারন রেলক্রসিং থেকে বরমী বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে গত তিন বছর ধরে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
আর স্থায়ী হয়ে পড়েছে এ সড়কে জনদুর্ভোগ। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হওয়ায় ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।
গত আট মাস আগে সড়কটির দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হলেও বাকি অংশে পিচ ঢালাই না দেওয়ায় ইটের খোয়া ধুলাবালিতে পরিণত হয়েছে।
পিয়ার আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সোহরাব হোসেন বাদল বলেন, বাসা থেকে পরিচ্ছন্ন কাপড় পরে বের হই। কর্মস্থলে যাওয়ার আগেই লাল রঙে রঙিন হয়ে যেতে হয়। গৃহিণীরা এখন বাড়িতে থাকতে চান না।
গাড়ারন মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, শিম ও লাউসহ শাক সবজির ফলন ভাল হয়েছে। কিন্তু ধুলার কারণে তা নষ্ট হতে চলেছে।
বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র আশিক বলেন, ধুলাবালিতে এলাকার মানুষের সর্দি-কাশি লেগেই রয়েছে। ঘরের বিছানা ও আসবাবপত্র দিনে কয়েকবার পরিষ্কার করতে হয়। এ অবস্থা থেকে আমাদের রেহাই কবে?
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন বলেন, সড়কে ইটের খোয়া দেওয়ার পর কাজের ধরন পরিবর্তন করা হয়েছে। ফলে আগের ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। নতুন নকশা ও পরিকল্পনা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। টেন্ডার হলে কাজ শুরু হবে।