খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : ক্সবাজারের মহেশখালীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাহিদা আক্তার (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রীকে হত্যা চেষ্ঠায় কুপিয়ে গুরুতর জখম করেছে শিবির ক্যাডার জাহিদুল ইসলাম। বর্বর এই কর্মকান্ডের জন্য জাহিদুল ইসলামের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।
বুধবার (১ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শিবির ক্যাডার জাহিদুলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবি’ নিয়ে মানববন্ধন করেন সংগঠনটি।
সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, দিন-দিন সামাজিক ও রাস্ট্রীয়ভাবে আমাদের নৈতিকথার অবক্ষয় হচ্ছে। অপরের মতামত বা স্বাধীনতাকে অগ্রাহ্য করে নিজের ইচ্ছার প্রতিফল ঘটনানোর জন্য শুধু শারীরিকভাবেই নির্যাতন নয়, জীবন কেড়ে নেওয়ার মতন ঘটনাও ঘটছে। বর্বর চাপাতির আঘাতে খন্ডবিখন্ড করে দিচ্ছে শরীর, পঙ্গু করে দিচ্ছে জীবন। যার ছোবল থেকে রেহায় পায়নি মাদ্রাসার ছাত্রী নাহিদা আক্তারও। হত্যার উদ্দেশ্যে বর্বর শিবির ক্যাডার জাহিদুল ইসলাম চাপাতি দিয়ে রক্তাত্ব করে নাহিদাকে।
তিঁনি আরও বলেন, পরিস্থিতি এমন পর্যায় গিয়ে দাঁড়িয়েছে যে হত্যা করলেও যেন শাস্তি দেওয়া যাবে না। আইনের শাসনকে চ্যালেঞ্জ করে দেশ ও জনগণকে জিম্মি করার ষড়যন্ত্র চলছে। তাই এই জিম্মিদশা থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে। রাস্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে সামাজিক অবক্ষয়রোধে সামাজিক আন্দোলন, জন সচেতনতা বৃদ্ধি করতে হবে। আইনের শাসন আরও সুদৃঢ় করার মাধ্যমে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, জামায়াত-শিবির স্বাধীনতাবিরোধী অপশক্তি। তাঁদের রাজনীতি নিষিদ্ধ এবং সম্পদ রাস্ট্রীয় কোষাগারে আনার মাধ্যমে তাঁদের দূর্বল করতে হবে। মহেশখালীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নাহিদা আক্তারকে হত্যা চেষ্ঠায় বর্বর শিবির ক্যাডার জাহিদুল ইসলামকে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির মাধ্যমে এই ধরনের অপরাধীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। শিবির ক্যাডার জাহিদের সকল সম্পদ খন্ডবিখন্ড শরীর নিয়ে চিকিৎসাধীন নাহিদাকে দিতে হবে। অন্যথায় এই ধরনের ধৃষ্টতা দিন-দিন বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠিত হবে অপসংস্কৃতি।
কবীর চৌধুরী তন্ময়ের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, লোকশক্তি পার্টির সভাপতি সাইকুল আলম টিটু, বোয়াফ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় সদস্য রাকিব সজল প্রমুখ।