Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ :  40জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এক অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরে ৯৫ মেগাওয়াট বিদুৎ কেন্দ্র উদ্বোধন করেন। বুধবার ১মার্চ দুপুরে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এ বিদ্যুত কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, সাবেক ভুমি মন্ত্রী রেজাউল করিম হীরাএমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, জলো আওয়ামীলীগৈর সভাপতি মো: বাকী বিল্লাহ,সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জামালপুর-শেরপুর বাইপাস সড়কের পাশে শাহপুর এলাকায় ৭ একর জমিতে ‘পাওয়ার প্যাক মুতিয়ারা ৯৫ মেগাওয়াট পাওয়ার প্লান্ট জামালপুর’ নামে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ১০ অক্টোবর। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে ১৫ বছরের চুক্তির ভিত্তিতে পাওয়ার প্যাক মুতিয়ারা নামের একটি কোম্পানি এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে। যাতে ব্যয় হয়েছে প্রায় ৮০০কোটি টাকা। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ফার্নেস ওয়েল ব্যবহার করা হচ্ছে। ফার্নেস অয়েল ছাড়াও গ্যাস ব্যবহারের সুবিধা রয়েছে বলে জানা যায়।