খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ :প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প সাভারে বাস্তবায়নে আনন্দ র্যালি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে র্যালিটি সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসষ্ট্যান্ড সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য ডা.এনামুর রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তারেই অংশ হিসেবে সাভার উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়িত হয়েছে। এসময় তিনি উন্নয়নের ধারাবাহিকতায় সামনে জাতীয় নির্বাচনে স্থানীয়দের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নতুন করে ষড়যন্ত শুরু করেছে দেশে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি জামায়াতের বিরুদ্ধে সর্তক থাকার আহবান জানান তিনি। আনন্দ র্যালিতে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগসহ আরো অনেকে।