খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : অপারেশন কার্যক্রম চালুর এক সপ্তাহ পার হলেও রোগীর অভাবে অপারেশন হচ্ছে না কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রচার না থাকায় রোগী আসছেনা বলে জানালেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা।
জানা যায়,ডাঃ শাহাব উদ্দিন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প ঃপঃ কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে এ স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কিছু কার্যক্রমের আমুল পরিবর্তন করেছেন। যার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন চালু,কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে পে করা,শিশু ওয়ার্ড চালু করা,অস্থায়ী জনবল নিয়োগ করা। এরমধ্যে অপারেশন কার্যক্রম চালু করা অন্যতম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়,বেশ আগে ডাক্তার ফজলে আকবর এ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প ঃপঃ কর্মকর্তা হিসেবে থাকা অবস্থায় এ কার্যক্রম চালু করেন। যা কিছুদিন চালু থাকার পর তা বন্ধ হয়ে যায়। তারা বলেন অনকে বছর পর ডাঃ শাহাব উদ্দিন যোগদানের পর থেকে এ কার্যক্রম চালুর ব্যাপারে চেষ্টা চালিয়ে আসছে। যা গেল সপ্তাহে সম্পন্ন হয়েছে। তবে অপারেশন রোগীর অভাবে চালু করা সম্ভব হচ্ছে না। কথা হয় ডাঃ শাহাব উদ্দিনের সঙ্গে তিনি বলেন, গেল মাসের ২০ তারিখে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা খরচে অপারেশন কার্যক্রম চালু করা হয়েছে। তবে অপারেশন রোগীর অভাবে তা চালু করা সম্ভব হচ্ছে না। রোগী না পাওয়া প্রসঙ্গে তিনি জানান ,প্রচার না থাকায় রোগী পেতে সমস্যা হচ্ছে। রোগী পেলে সপ্তাহে রবিবার ও বুধবার অপারেশন করা হবে। আমরা প্রথমে সিজার অপারেশন দিয়ে শুরু করব। তবে পর্যাক্রমে সব ধরনের অপারেশন করা হবে। ঔষুধ ও খরচ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,স্বাস্থ্য কমপ্লেক্সে যে সব ঔষুধ আছে তা রোগীদের দেয়া হবে। বাকি ঔষুধের ব্যয়ভার তাদের বহন করতে হবে। তবে অপারেশনের কোন টাকা পয়সা লাগবে না বলে তিনি জানান।