Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪, বুধবার, ১ মার্চ ২০১৭ : 60স্বপ্ননগরে নির্মাণাধীন এপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাট আগামী বছর বরাদ্দ গ্রহীতাদের মধ্যে হস্তান্তর করা হবে। এ জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। একইসাথে কাজের গুণগত মানের বিষয়ে সজাগ থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মিরপুর ৯ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নির্মাণাধীন ‘স্বপ্ননগর’ এপার্টমেন্ট প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময়ে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর ৯ নম্বর সেকশনে স্বপ্ননগর আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে ১০টি বহুতল ভবনে ৮৭৮ বর্গফুট, ১৩৩৮ বর্গফুট ও ১৫৪৫ বর্গফুট আয়তনের মোট ১০৪০টি ফ্ল্যাট নির্মাণ করছে। কাজের অগ্রগতি ও গুণগতমান দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
এ সময়ে মন্ত্রী স্বপ্ননগরের দ্বিতীয় পর্যায়ের কাজও দ্রুত শুরু করার তাগিদ দেন। একই এলাকায় দ্বিতীয় পর্যায়ে আরো ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ সময়ে জানানো হয় যে, মিরপুর এলাকায় ১৬৮ একর জমিতে সরকার প্রায় ১৫ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে। এ এলাকাকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এসব আবাসিক এলাকার বর্জ্যব্যবস্থাপনার জন্য নিজস্ব ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপন করা হচ্ছে। সার্বিকভাবে এ আবসিক এলাকা একটি পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা হচ্ছে।