খােলা বাজার২৪বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : গাইবান্ধায় স্ত্রী নাজমা বেগম (৩১) ও ছয় মাসের মেয়ে শামীমাকে গলা টিপে হত্যার অভিযোগে ছামিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্র“য়ারি) ভোরে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ছামিউল ইসলামের তিন স্ত্রী। এনিয়ে নাজমার সঙ্গে ছামিউলের ঝগড়া লেগেই থাকতো। বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী নাজমা ও তাদের শিশুকন্যা শামীমাকে গলা টিপে হত্যা করেন ছামিউল। টের পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, অভিযুক্ত ছামিউলকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করারও প্রস্তুতি চলছে।