খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : আশুলিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই’শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে মদ গুলো উদ্ধার করা হয়।ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এ এস আই জাহিদ জানায়, দীর্ঘ দিন ধরে সুলতান মিয়া এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের সহযোগীতায় সাধুপাড়া এলাকার মাদক ব্যবসায়ী সুলতান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ড্রামে থাকা প্রায় ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সে পালিয়ে যায়। তিনি আরো বলেন, সুলতানকে গ্রেফতারের জন্য আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।